পাতা
কার্যক্রম ও সেবা সমূহ পাওয়ার উপায়ঃ
ভ্রাম্যমান প্রশিক্ষণকার্যক্রমঃ এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় প্রত্যেক উপজেলায় ১৪ (চৌদ্দ) টি ব্যাচ
করতে হবে প্রতি ব্যাচে ৩0(ত্রিশ) জন যুব/যুব মহিলা নিয়ে ব্যাচ তৈরী করে সংশ্লিষ্ট এলাকায় সুবিধামত জায়গায় ও যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ করান হয়।
প্রশিক্ষণঃ যুবসমাজ কে জাতীয় উন্ণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের জন্য তাদেরকে উদ্ধুদ্ধকরণ, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলা কার্যালয় হতে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য নিম্নলিখিত ট্রেড সমূহে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
প্রশিক্ষণের বিষয়ঃ ক) মৎস্য চাষ খ) হাঁস মুরগী পালন গ) গবাদী পশু পালন ঘ) গরু মোটা তাজা করণ
ঙ) ছাগল পালন চ) পোশাক তৈরী ছ) নার্সারী জ) কৃষি ঝ) ব্লক ও বাটি প্রিন্টিং ঞ) হস্ত শিল্প ইত্যাদি।
ইহা ছাড়াও প্রতিটি যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করে থাকেঃ
০১) বেসিক কম্পিউটার ০২) ইলেকট্রনিক্স ৩) রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং ৪) কম্পিউটার এন্ড মডার্ণ অফিস ম্যানেজমেন্ট ৫) পোশাক তৈরী।
অপ্রতিষ্ঠানিক ট্রেডের নামঃ
পারিবারিক হাঁস মুরগী পালন (০৭ দিন মেয়াদী)
গবাদী পশু পালন (০৭ দিন মেয়াদী)
মৎস্য চাষ বিষয়ক (০৭ দিন মেয়াদী)।
স্থানীয় চাহিদার ভিত্তিতে যে কোন ট্রেড (০৭ দিন মেয়াদী)।
ঋণ বিতরণঃ প্রশিক্ষিত যুবদের উদ্ধুদ্ধ করণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করা হয় যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আত্মকর্মে নিয়োজিত হওয়ার জন্য প্রকল্প স্থাপনের নিমিত্তে প্রশিক্ষিত যুবদের ঋণ সহায়তা প্রদান করা হয়।
ক) প্রাতিষ্ঠানিক যুব ঋণঃ ৬০,০০০/- (ষাট হাজার) হতে ১০০,০০০/-(এক লক্ষ) টাকা ।
খ) অপ্রাতিষ্ঠানিকঃ ৪০,০০০/- হতে ৬০,০০০/- টাকা।
গ) উদ্যোক্তা ঋণ ১,৫০,০০০/- টাকা হতে ২,০০,০০০/- বিতরণ করা হয়।
সেবা পাওয়ার উপায়ঃ সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অথবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে ১৮-৩৫ বৎসর বয়সের সংশ্লিষ্ট জেলা বা উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুব/যুব মহিলা স্বহস্তে লিখিত আবেদন পত্র জমা দিতে হবে। আবেদন প্রত্রের সাথে যা লাগবে ১) ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি ২) চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ পত্র ৩) বয়স প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড এর ফটোকপি ৪) শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ পত্র। ৫) প্রশিক্ষণ সনদপত্রের ফটোকটি।
ঋণ কর্যক্রমঃ যুব উন্নয়ন অধিদপ্তর দারিদ্র বিমোচনের জন্য ঋণ কার্যক্রম করে থাকে। সাধারণঃ যুব উন্নয়ন অধিদপ্তর দুই ধরনের ঋণ দিয়ে থাকে ১) প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ ৬০,০০০/- থেকে ১তেকে০০,০০০/-
২) অপ্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ ৪০,০০০/- থেকে ৬০,০০০/- টাকা পর্যন্ত।
ঋণ পরিশোধের মেয়াদঃ চেক পাওয়ার তারিখ থেকে ০৩ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড অর্থাৎ ঐ ০৩ মাসের সার্ভিস চার্জ দিতে হবে না বা কিস্তিও দিতে হবে না। পরবর্তীতে ২৪ থেকে ৩৬ মাসে ২৪-৩৬ কিস্তিতে পরিশোধ সার্ভিস চার্জসহ ঋণ পরিশোধ করতে হবে।
সার্ভিস চার্জঃ যুব উন্নয়ন অধিদপ্তর ক্রম হ্রাসমান পদ্ধতিতে ৫% হারে মূল/আসল টাকার উপর সার্ভিস চার্জ গ্রহণ করে থাকে।
ধরি খ-কে ২৪,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়েছে তাহার ০১/০১/২০১১ ইং তারিখে। তাহলে খ-এর প্রথম কিস্তি শুরু হবে ০১/০৫/২০১১ইং তারিখে।
প্রথম কিস্তি আসল=(২৪,০০০/-২৪)=১০০০/-
সার্ভিস চার্জ =১০৫/- ব্যাক্তিগত সঞ্চয়= ৫০/-
মোট =১১৫৫/-
২য় কিস্তি আসল =(২৪,০০০/- -১০০০)=২৩০০০/- =১০০০/-
সার্ভিস চার্জ =৯৬/- ব্যাক্তিগত সঞ্চয়= ৫০/-
মোট =১১৪৬/-/-
আত্মকর্মসংস্থানঃ যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ও যুব ঋণ প্রদানের মাধ্যমে বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে।
তালিকাভূক্তিকরণঃ যুব উন্নয়ন অধিদপ্তর সেচ্ছাসেবী যুব সংগঠন গুলোকে রেজিষ্ট্রেশন দিয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS